Web Analytics

বরিশালের গৌরনদীতে চোর অপবাদ দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বিএনপি কর্মী সৈয়দ আব্দুল আলীম, তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নাঠৈ মোহাম্মদিয়া জামে মসজিদের ভেতরে ও প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের অভিযোগ, গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সৈয়দ মেহেদী সুলভ ক্ষিপ্ত হয়ে হামলা চালান। আলীমকে পিটিয়ে আহত করা হলে স্ত্রী ও ছেলে বাঁচাতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সুলভ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রতিপক্ষই তাকে মারধর করেছে এবং আত্মরক্ষার্থে তিনি পাল্টা প্রতিরোধ করেছেন। গৌরনদী থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।