মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে, ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রি পরিকল্পনা রয়েছে। অস্ত্র যাবে দুই চালানের। প্রথমটি ৬৭৫ কোটি ডলারের। যাতে অস্ত্র নির্দেশিকা কীট, ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের ২ হাজার ৮০০টি বোমা, ফিউজ এবং অন্যান্য বোমার ও সামরিক সরঞ্জাম। এগুলো যাবে চলতি বছরেই। দ্বিতীয় ধাপে যাবে ৬৬ কোটি ডলার মূল্যের ৩ হাজারটি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র। এই ধাপের সরঞ্জাম সরবরাহ শুরু হবে ২০২৮ সালে।