মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে রংপুর অঞ্চলের ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্টেশন মাস্টার জানান, দুপুর পৌনে ১টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে লাইন সেপারেটরের পাত ভেঙ্গে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অনেক যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেছেন। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ট্রেনটি লালমনিরহাট থেকে রওনা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।