ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। তাকে পদ থেকে সরানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। আর সেটি চ্যালেঞ্জ করেই মামলা করেছেন তিনি। আদালতের কাছে ট্রাম্পের বরখাস্তের আদেশকে ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করার দাবি জানিয়েছেন লিসা কুক। মামলায় তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করেছেন। এদিকে ট্রাম্পের অভিযোগ, কুক তার মর্টগেজ নথি নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। সংবিধান অনুযায়ী তার কুককে সরানোর ক্ষমতা আছে। কুক এর আগে বলেছেন, আইন অনুযায়ী তাকে বরখাস্ত করার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। বিবিসি বলছে, ট্রাম্প মনে করেন, সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। লিসা কুক যুক্তরাষ্ট্রে সুদের হার নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত বোর্ডের সদস্য। ফলে এই আক্রোশ।