মঙ্গলবার রাত পৌনে দশটায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পূর্ববর্তী পদে ফেরত পাঠানো হয়েছে। অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রজ্ঞাপন আপলোড করা হবে। তাছাড়া প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ১১ শিক্ষক। এর আগে উপাচার্যের অপসারণের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ববি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। চলছিল অনশনও!