ইসরাইলি হামলায় নিহত হওয়ার পাঁচ মাস পর রোববার ভোরে বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির একটি স্টেডিয়ামে আনুষ্ঠানিক জানাজা হয় হিজবুল্লাহর নিহত নেতা হাসান নাসরুল্লাহর। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানাতে বৈরুতে জড়ো হন হাজার হাজার মানুষ। ইসরাইলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের মধ্যে শিয়া মুসলিম গোষ্ঠীটির নেতৃত্ব দেন নাসরুল্লাহ। এক সময় হিজবুল্লাহকে আঞ্চলিক প্রভাবশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত করেন। রয়টার্স জানিয়েছে এইটা কেবল শোকসভা নয়, শক্তি প্রদর্শনও! নাসরুল্লাহর পাশাপাশি হাশেম সাফিউদ্দিনের জানাজাও অনুষ্ঠিত হয়েছে।