Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছয়টি কেন্দ্রে—বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে।

এই ইউনিটে ৬১০টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৮২৬ জন আবেদন করেন, যার মধ্যে ২২ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৮৮ শতাংশ, যা প্রায় ৮৭ শতাংশ। পরীক্ষার সময় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম (পিএইচডি) জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন।

পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!