Web Analytics

উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে চলমান বিক্ষোভে বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইরানে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েকদিন ধরে চলা বিক্ষোভে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। চাহারমাহাল ও বখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভকারীরা সরকারি ও প্রশাসনিক ভবনে পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হন।

রাষ্ট্রীয় সূত্রে বলা হয়েছে, নিহতদের একজন ২১ বছর বয়সী বাসিজ মিলিশিয়ার সদস্য, যদিও রয়টার্স এই তথ্য যাচাই করতে পারেনি। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস–সংযুক্ত বাসিজ বাহিনী জানিয়েছে, সংঘর্ষে তাদের ১৩ জন সদস্য আহত হয়েছে এবং কিছু গোষ্ঠীকে “বিক্ষোভের সুযোগ নেওয়ার” অভিযোগ করেছে। পশ্চিমাঞ্চলীয় লোরেস্তানের কুহদাশতে দোকানদারদের বিক্ষোভের পর অস্থিরতা ফারস, কেরমানশাহ, খুজেস্তান ও হামেদানসহ বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে চাপে রয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি ৪০ শতাংশের বেশি। পরিস্থিতি মোকাবিলায় তেহরান ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ীদের সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে, যদিও বিস্তারিত জানানো হয়নি। বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, গ্রেপ্তার ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!