Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে ইউপি সদস্য সফিকুল ইসলামের নেতৃত্বে নারী-পুরুষ মিলিয়ে দুই শতাধিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। রোববার সকালে তেলিহাটি গ্রামের টেপির বাড়িতে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগতদের মধ্যে নেতৃত্ব দেন সফিকুল ইসলাম ও আব্দুল মালেক।

অনুষ্ঠানে নবাগতরা ফুলের তোড়া দিয়ে অধ্যাপক বাচ্চুর হাতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। বাচ্চু বলেন, দেশ বর্তমানে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটে রয়েছে, আর জনগণের এই অংশগ্রহণ প্রমাণ করে বিএনপিই মানুষের আস্থার প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ এই অংশগ্রহণ ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে এই যোগদানকে বিএনপির প্রতি জনগণের আস্থা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!