Web Analytics

শুক্রবার রাতে ফুটবলে ছিল জয়ের উৎসব। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ২–১ গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারায়, আর্সেনাল একই ব্যবধানে ব্রাইটনকে পরাজিত করে এবং লিভারপুল ২–১ গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় পায়। ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠে তুলনামূলক দুর্বল খেলেও ম্যানচেস্টার ইউনাইটেড ১–০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারায়। দলের একমাত্র গোলটি করেন প্যাট্রিক ডোরগু। এই জয়ে কোচ রুবেন আমোরিম টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলেন। অন্যদিকে সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসর ৩–০ ব্যবধানে আল আখদুদকে হারায়।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লিগে এই রাতে ছিল উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। ম্যানইউয়ের জয় তাদের সাম্প্রতিক খারাপ ধারার অবসান ঘটায়, আর আর্সেনাল, সিটি ও লিভারপুল নিজেদের ধারাবাহিকতা বজায় রাখে। রোনালদোর জোড়া গোল সৌদি লিগে তার প্রভাব আরও দৃঢ় করে।

এই ফলাফলগুলো দুই লিগের পয়েন্ট তালিকায় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শিরোপা ও শীর্ষ চারের লড়াইয়ে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!