Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মো. রিয়াজুল ইসলাম নিজের বিজয় উৎসর্গ করেছেন জুলাই বিপ্লবের শহীদ, ওসমান হাদি, বিশ্বজিত দাসসহ সব সহযোদ্ধা শিক্ষার্থী এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বুধবার দিবাগত রাতে নির্বাচনের ফল প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রিয়াজুল ইসলাম নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন এবং পুলিশ, র‍্যাব, এপিবিএন, ডিজিএফআই, এনএসআই, বিএসএসসি, রোভার স্কাউট ও রেঞ্জারদের ধন্যবাদ জানান।

ক্যাম্পাসে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে রিয়াজুল বলেন, শিক্ষক-ছাত্র সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ অটুট রাখতে হবে। তিনি সব সংগঠন ও রাজনৈতিক দলের সহযোগিতায় ভবিষ্যতের কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং জানান, তাদের স্লোগান ছিল “সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা।”

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!