ইসরাইলের ইরানে প্রাণঘাতী বিমান হামলার কিছুক্ষণ আগে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যমে এক রহস্যময় বার্তা দেন, যেখানে তিনি জেরুজালেম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান এবং শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানান। হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামিসহ শীর্ষপর্যায়ের ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। তেহরানে এক আবাসিক ভবনে হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকও প্রাণ হারান। ইসরাইল “রাইজিং লায়ন” নামে এই অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতা রোধের উদ্দেশ্য জানিয়েছে। হামলার পর ইরানজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।