শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর হাসিনাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যার্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন, ভারতের ভিসা বন্ধ করাসহ নানা ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে ভাটা পড়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, মেঘ কেটে গেছে, ভারতের সাথে সম্পর্ক এখন ভালো আছে। সার্বক্ষণিক যোগাযোগ আছে। তিনি বলেন, অপপ্রচার একটা ফ্যাক্ট ছিল, দুই দেশ পরস্পর নির্ভরশীল, সম্পর্ক খারাপ থাকার সুযোগ নেই।