Web Analytics

ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর ছেলে নির্বাসিত রেজা পাহলভি ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর একটি নতুন ইরানের রূপরেখা তুলে ধরেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় তিনি বলেন, ভবিষ্যৎ ইরান পারমাণবিক সামরিক কর্মসূচি বন্ধ করবে, ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে।

বিশ্বের বিভিন্ন দেশের “বন্ধুদের” উদ্দেশে পাহলভি বলেন, বর্তমান শাসনব্যবস্থার অধীনে ইরানের ভাবমূর্তি সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, একটি মুক্ত ইরান আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে এবং দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার হিসেবে কাজ করবে। নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং আন্তর্জাতিক সহযোগিতায় সন্ত্রাসবাদ, মাদক পাচার ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন।

অর্থনৈতিক পরিকল্পনায় পাহলভি বলেন, ভবিষ্যৎ ইরান বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের জন্য উন্মুক্ত হবে এবং একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে কাজ করবে। তিনি আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছতা ও সুশাসন গ্রহণের অঙ্গীকার করেন এবং ইরানি জনগণের প্রতি বৈশ্বিক সমর্থনের আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!