Web Analytics

রাজশাহীর বাগমারা উপজেলায় ১৮টি সমবায় সমিতি প্রায় ৯৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। গত কয়েক বছরে সমবায় বিভাগ থেকে নিবন্ধন নিয়ে শতাধিক সমিতি গ্রামীণ উন্নয়নের নামে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সঞ্চয় আমানত সংগ্রহ করেছিল। প্রায় ২৩০০ জন আমানতকারী এখন প্রতারিত হয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দিচ্ছেন। অধিকাংশ ভুক্তভোগী নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা জীবনের সঞ্চয় হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৩০৩টি সমিতি নিবন্ধন পেয়েছিল, যাদের মধ্যে অনেকেই বেআইনিভাবে আমানত সংগ্রহ করেছে। তদন্তে ৬৮টি সমিতির নিবন্ধন বাতিল ও ৯৯টি কালো তালিকাভুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, এত বিপুল সংখ্যক সমিতিকে নিবন্ধন দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে যেন তারা আর এসব অবৈধ সমিতিতে টাকা না রাখেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।