Web Analytics

বিশ্ব সিওপিডি দিবস ২০২৫ উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)-তে ভুগছেন। এটি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ, যার মধ্যে ক্রনিক ব্রংকাইটিস, এমফাইসিমা ও ক্রনিক অ্যাজমা অন্তর্ভুক্ত। বিশ্বব্যাপী হৃদরোগ ও স্ট্রোকের পর মৃত্যুর তৃতীয় প্রধান কারণ এই রোগ। দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১২.৫ শতাংশ সিওপিডিতে আক্রান্ত, যার প্রাদুর্ভাব গ্রামীণ এলাকায় বেশি। বক্তারা বলেন, ধূমপান ত্যাগ, দূষণ নিয়ন্ত্রণ, মাস্ক ব্যবহার, ফুসফুস পুনর্বাসন, সুষম খাদ্য গ্রহণ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে জীবনমান উন্নত করা সম্ভব। তারা জনসচেতনতা বৃদ্ধি, উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও নিয়মিত ফুসফুস পরীক্ষা করার ওপরও গুরুত্ব দেন। অনুষ্ঠানে সিওপিডি চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ প্রবন্ধ উপস্থাপন করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।