জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমানকে শাহীদ তাজউদ্দীন আহমদ হলে সিগারেট পান করতে নিষেধ করায় ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ মারধর ও হুমকি দেন। এই ঘটনার পর পারভেজ নাঈমুরকে ‘শিবির সমর্থক’ বলে অভিযুক্ত করেন। নাঈমুর নিরাপত্তাহীনতা ও বিচার দাবি করে লিখিত অভিযোগ করেছেন। পারভেজ অভিযোগের কোনো সাড়া দেননি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন।