দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, তার তিনটি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের গাড়িও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। এর আগে, গত ২৭ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক ও তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ ছাড়া জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত