Web Analytics

সিলেট-৬ আসনের প্রার্থীরা তুলনামূলক কম খরচে নির্বাচন করছেন এবং মূলত প্রবাসীদের অনুদানের ওপর নির্ভর করছেন। হলফনামা অনুযায়ী, পাঁচজন প্রার্থীই ব্যক্তিগত আয়ের পরিবর্তে অনুদানের টাকায় নির্বাচনী ব্যয় চালাবেন। বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী প্রায় ৬৫ লাখ টাকা ব্যয় করবেন, যার মধ্যে ১৫ লাখ টাকা নিজের আয় থেকে এবং বাকি অর্থ ফ্রান্স ও যুক্তরাজ্যপ্রবাসী আত্মীয় ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাবেন।

জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর ২৫ লাখ টাকার মধ্যে ২২ লাখ টাকা প্রবাসী আত্মীয়দের অনুদান হিসেবে পাবেন। স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ২৪ লাখ টাকার মধ্যে ভাইয়ের প্রবাসী আয়ের ২০ লাখ টাকা ব্যয় করবেন। জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ২৪ লাখ ১৩ হাজার এবং গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ২৫ লাখ টাকা ব্যয় করবেন।

সুজন বিয়ানীবাজারের সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার নির্বাচনে প্রবাসী স্বজনদের সহায়তা দীর্ঘদিনের প্রথা, এবারের নির্বাচনও তার ব্যতিক্রম নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!