ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আঘিল কেশাভার্জ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আদালতের রায়ে কেশাভার্জকে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা ও ইরানের সামরিক স্থাপনায় নজরদারির দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারিক নথি অনুযায়ী, কেশাভার্জ সাইবারস্পেসের মাধ্যমে ইসরাইলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন এবং মোসাদ ও ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে তথ্য আদানপ্রদান করতেন। তাকে চলতি বছরের এপ্রিল-মে মাসে উত্তর-পশ্চিম ইরানের উরমিয়া শহর থেকে গ্রেফতার করা হয়।
গত জুনে ইরান-ইসরাইল সংঘাতের পর থেকে এ ধরনের গুপ্তচরবৃত্তি মামলায় ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের পদক্ষেপের সমালোচনা করে বলছে, এতে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।