Web Analytics

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াক্‌ফ বিলের বিরুদ্ধে এনসিপির ঢাকা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে। এতে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশে যেমন ‘জুলাই বিপ্লব’ ঘটে গেছে, তেমনি ফিলিস্তিনের মাটিতেও একদিন ‘জুলাই’ আসবে। তিনি বলেন, বিশ্বের কিছু শক্তি এখন পর্যন্ত ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। গোয়েন্দা তৎপরতার জন্য ইসরায়েল থেকে আওয়ামী লীগের আমলে যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে বাতিলের দাবি করেন। ইসরায়েলের নৃশংসতার পাশাপাশি ভারতের সংসদে পাস হওয়া মুসলমান বিরোধী বিতর্কিত ওয়াক্‌ফ বিলের কঠোর সমালোচনা করে সমাবেশে বক্তব্য দেন এনসিপির নেতারা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!