অ্যাডিলেডে ৮২ রানের জয়ে ইংল্যান্ডকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৫ সালের অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে দলটি ৩–০ ব্যবধানে এগিয়ে গিয়ে মাত্র ১১ দিনের মধ্যেই সিরিজ জিতে নেয়—যা অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সিরিজ সমাপ্তি। শেষ দিনে সকালে ইংল্যান্ডের শেষ চার উইকেট দ্রুত তুলে নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কামিন্স ও স্টার্ক।
ট্রাভিস হেডের ১৭০ রানের ইনিংস এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ধারাবাহিক পারফরম্যান্সে অস্ট্রেলিয়া ম্যাচে আধিপত্য বজায় রাখে। কামিন্স অধিনায়ক হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছোঁয়, লায়ন ও স্টার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল আবারও ব্যর্থ হয়; জ্যাক ক্রলি (৮৫) ও জেমি স্মিথ (৬০) ছাড়া কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
এই পরাজয়ে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষা ১৪ বছরে গিয়ে ঠেকল। সিরিজে ৩–০ ব্যবধানে এগিয়ে থাকা কামিন্সের দল এখন পূর্ণ ৫–০ হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েছে, অন্যদিকে ইংল্যান্ডের আক্রমণাত্মক কৌশল নিয়ে সমালোচনা বাড়ছে।