Web Analytics

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বৈত কর পরিহার (ডিটিএ) চুক্তি সম্প্রসারণ ও হালনাগাদে তৎপরতা জোরদার করেছে। সংস্থাটি অস্ট্রিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের সঙ্গে নতুন চুক্তির আলোচনায় নেমেছে, যার মধ্যে অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে দুই দফা এবং আজারবাইজানের সঙ্গে এক দফা আলোচনা সম্পন্ন হয়েছে। উজবেকিস্তান ও নাইজেরিয়ার সঙ্গেও আলোচনা শুরু করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। অন্যদিকে কেনিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকলেও জাতীয় নির্বাচনের আগে প্রতিনিধিদের সফরসূচি নির্ধারিত না হওয়ায় স্বাক্ষর বিলম্বিত হয়েছে।

একই সঙ্গে কয়েক দশক আগে স্বাক্ষরিত পুরোনো চুক্তিগুলো আধুনিক ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে এনবিআর পর্যালোচনা শুরু করেছে। গত ডিসেম্বর মাসে সিঙ্গাপুর ও পাকিস্তানের সঙ্গে প্রথম দফা বৈঠক হয়েছে এবং আগামী জুনে শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা শুরু হতে পারে। বর্তমানে বাংলাদেশের ৪৩টি দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি রয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারতও রয়েছে।

এনবিআর কর্মকর্তারা জানান, এসব চুক্তি বিনিয়োগকারীদের একই আয়ের ওপর দুই দেশে কর পরিশোধ থেকে সুরক্ষা দেয় এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!