ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে ভূমিকম্পের সময় অনেক শিশু আতঙ্কে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হতে পারে। চিকিৎসকরা জানান, প্রবল ভয় থেকে শরীরে যে অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়, সেটিই প্যানিক অ্যাটাক। এমন পরিস্থিতিতে অভিভাবকদের শান্ত থেকে শিশুর সঙ্গে মৃদু স্বরে কথা বলা, তাকে আশ্বস্ত করা এবং নিরাপত্তার অনুভূতি দেওয়া জরুরি। শিশুর মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া, পানি বা জুস পান করানো এবং ধীরে ধীরে শ্বাস নিতে উৎসাহিত করা ভয়ের মাত্রা কমাতে সহায়তা করে। আলিঙ্গনের মাধ্যমে শারীরিক স্পর্শ শিশুকে নিরাপত্তা দেয়। তবে শিশুটি যদি দীর্ঘ সময় অচেতন বা প্রতিক্রিয়াহীন থাকে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলেন, সময়মতো মানসিক সহায়তা পেলে ভূমিকম্পজনিত ট্রমা থেকে শিশুরা দ্রুত সেরে উঠতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।