গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, যেসব উপদেষ্টার পিএসের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেসব উপদেষ্টা নৈতিকভাবে আর পদে থাকতে পারেন না। তাই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ করা উচিত। অভিযুক্ত পিএস ও এনসিপি নেতা তানভীরকে আটক করতে হবে। আরও বলেন, গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তিনি যে কোনো সময় পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। একজন উপদেষ্টার এমন খায়েশ থাকলে সে তো তার ক্ষমতার অপব্যবহার করে তার রাজনৈতিক দলকে অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা দেবে। তাই আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ করতে হবে। তারা এখন আর ছাত্রদের নয়, রাজনৈতিক দলের প্রতিনিধি।