একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে সাময়িক বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. আদনান সাইফ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিয়েছেন। চলতি হামলার ঘটনায় ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বহিষ্কৃতদের তালিকায় রয়েছে ১৩ জন শিক্ষার্থী, যার মধ্যে অষ্টম নম্বরে রয়েছে আদনান সাইফের নাম। তার পরীক্ষাতে অংশগ্রহণ করাতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অধ্যাপক সালাউদ্দিন বলেন, ‘সাইফ পরীক্ষা দিয়েছে কি না, তা নিশ্চিত নই। তবে আজ সকালে সে ও তার কয়েকজন সহপাঠী আমার কাছে এসেছিল। সে দাবি করেছে, সে হামলায় জড়িত নয় বরং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। সে কিছু ছবি ও একটি লিখিত আবেদনও দিয়েছে। আমি সেগুলো উপাচার্যের কাছে পাঠিয়েছি।’
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।