আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করা হবে, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির সূত্র জানিয়েছে, এই বৈঠক নির্বাচন ও বর্তমান পরিস্থিতির আলোকে আয়োজিত হয়েছে। বিএনপির পক্ষ থেকে কারা থাকবেন সে বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি এখনো। গত শুক্রবার দলটি স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এই বৈঠক।