বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোহার উপজেলার হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জয়পাড়া গোলাবাড়ি হরিসভা মন্দির প্রাঙ্গণে আশীর্বাদ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রঞ্জিত সাহা এবং সঞ্চালনা করেন বিকাশ সরকার।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু মহাজোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই দিনে নবাবগঞ্জে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদের উদ্যোগে জুমার নামাজের পর আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিএনপি নেতারা অংশ নেন।
এই প্রার্থনা ও দোয়া মাহফিলগুলো খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের উদ্বেগ ও শুভকামনার প্রতিফলন ঘটায় এবং বিএনপির তৃণমূল পর্যায়ের সক্রিয়তাও তুলে ধরে।