ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল বিবৃতিতে বলেছে, ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল নেতা জুলাইয়ের লড়াকু সৈনিক। মানুষের অধিকার রক্ষার জন্য লড়া গণঅভ্যুত্থানের সেই সম্মুখযোদ্ধা সাম্যকেই তার নিজের ক্যাম্পাসে প্রাণ দিতে হলো! এ কেমন দেশ বানাচ্ছে শাসকরা? আমরা অবিলম্বে খুনিদের গ্রেফতার চাই, বিচার চাই, জবাবদিহিতা চাই। ব্যর্থ প্রশাসন নয়, নিরাপদ ক্যাম্পাস ও সুরক্ষিত বাংলাদেশ চাই। নেতৃবৃন্দ বলেন, গোটা দেশের মানুষ যখন দেশে একটি জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তখন ঢাবি ক্যাম্পাসের মতো একটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতে খুন করার ঘটনাটি অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে। আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।