টেকনাফ থেকে কলার সঙ্গে গিলে ফেলেন ৩৪ প্যাকেটে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট। বগুড়ায় আনার পর ডিবির হাতে ধরা পড়েছেন মো. আলম (৪০)। এ ঘটনায় জড়িত স্মৃতি বেগম ও তার জামাই মো. আপেলকেও (৩৫) আটক করা হয়েছে। ডিবি পুলিশ সূত্র জানায়, মো. আপেল ও তার স্ত্রী স্মৃতি বেগম কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা আলমের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেন। আলম টেকনাফে বিশেষ ব্যবস্থায় খাবারের মাধ্যমে পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট নেন। শুক্রবার সকালে ভবেরবাজার এলাকায় বাস থেকে নামেন। এ সময় আপেল তাকে রিসিভ করেন। গোপনে খবর পেয়ে আগে থেকেই সেখানে লুকিয়ে থাকা ডিবি পুলিশ দুজনকে আটক করে।