রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বউবাজারের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে, তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যুক্ত হয়েছেন। তবে পাইপ কেটে যাওয়া এবং উত্তর–পূর্ব দিকে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, উত্তর–পূর্ব দিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা খামারবাড়ি মাঠে আশ্রয় নিয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।