সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৫টি মাছ ধরার ট্রলারসহ ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম-ঠিকানা বা তাতে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা জেলে রয়েছেন তা নিশ্চিত করা যায়নি। আরাকান রাজ্য থেকে প্রকাশিত জিএএন সংবাদটি লিখেছে- আরাকানের সমুদ্র অঞ্চলে অবৈধভাবে মাছ ধরা রোধে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর এত প্রচেষ্টা থাকা সত্ত্বেও কেন জেলেরা অনুমোদনহীন মাছ ধরার কাজে জড়িয়ে পড়েছে- এমন সমস্যার সমাধানে আরাকান আর্মি এ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আটক জেলেদের আরাকান আর্মির কোস্টগার্ড আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।