Web Analytics

সিরাজগঞ্জর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত বৈশাখী মেলায় উঠে এসেছে ২৪ শের গণঅভ্যুত্থান ও ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরোচিত হত্যা ও নির্যাতনের ছবি। শিক্ষার্থী বিভিন্ন খাবার স্টলের পাশাপাশি এই আয়োজন করেছে। ভিসি প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, পহেলা বৈশাখ বাঙালির শক্তিশালী ও সমৃদ্ধ সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। হাজার বছর ধরে চর্চিত বাঙালির উদার ও মানবিক সংস্কৃতি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে আসছে। আমাদের সংস্কৃতিই আমাদের শক্তি। তিনি বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যাপক গণহত্যায় মেতে আছে। নতুন বাংলাদেশ থেকে আমরা পৃথিবীর সব গণহত্যাকারীকে ঘৃণা জানাই। আরও বলেন, নতুন বছর বয়ে আনুক একটি নিরাপদ ও মানবিক পৃথিবীর বার্তা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!