Web Analytics

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ১৪ ডিসেম্বর রাজ্যসভায় এক লিখিত উত্তরে এই তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, সরকার প্রতি বছর নাগরিকত্ব ত্যাগের বিস্তারিত রেকর্ড সংরক্ষণ করে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে ২০ লাখেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিশ্লেষণে দেখা যায়, বিদেশি নাগরিকত্ব গ্রহণের প্রবণতা ক্রমবর্ধমান, বিশেষ করে উন্নত দেশগুলোতে কাজ ও শিক্ষার সুযোগের কারণে। ২০২০ সালে করোনা মহামারির সময় এই সংখ্যা কমে গেলেও পরবর্তী বছরগুলোতে তা আবার বেড়েছে, ২০২২ ও ২০২৩ সালে দুই লাখের বেশি নাগরিক নাগরিকত্ব ত্যাগ করেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা ভারতের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রতিফলন। সরকার এখনো এ বিষয়ে নতুন কোনো নীতি ঘোষণা করেনি, তবে বিষয়টি ভবিষ্যতে অভিবাসন ও দক্ষ জনশক্তি ধরে রাখার আলোচনায় গুরুত্ব পেতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!