রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম ১৩ জানুয়ারি এ তারিখ ঠিক করেন। একই সঙ্গে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব ববি সিদ্দিক ও টিউলিপ সিদ্দিকের অপর এক মামলায় যুক্তিতর্কের শুনানির দিন ১৮ জানুয়ারি ধার্য করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মামলায় ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তারা প্রমাণ উপস্থাপন করেছেন। গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন, যেখানে শেখ হাসিনা ও টিউলিপসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
অভিযুক্তদের মধ্যে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বিভিন্ন কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।