কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও করার ঘটনার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রতিশোধ নিতে শাহ পরান মব গঠন করে নির্যাতনের ঘটনা সাজান এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। র্যাব জানায়, শাহ পরান ইমোতে মেসেজ দিয়ে লোকজন জড়ো করেন এবং তার পরিকল্পনা অনুযায়ী নির্যাতন চালানো হয়। অভিযানে শাহ পরানকে বুড়িচং থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছে ভিডিও-ছবি সহ গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।