বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ৯৫ বছর বয়সী খোরশেদ আলমকে বাংলাদেশ রোইং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে পুনর্ভুক্ত করায় ক্রীড়া অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘ ৪৬ বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা খোরশেদকে সরকার পরিবর্তনের পর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে অপসারণ করা হয়েছিল। কিন্তু ৭ ডিসেম্বর হঠাৎ এক চিঠিতে তাকে ফেরানো হয়, যা ফেডারেশনের সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই করা হয়।
রোইং ফেডারেশন ১১ ডিসেম্বর এনএসসিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং খোরশেদের অপসারণ দাবি করে। তাদের অভিযোগ, তার নেতৃত্বে ফেডারেশনে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, যার ফলে খেলাটির উন্নয়ন থমকে গেছে। সাবেক নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম জানান, তিনি ওপরের নির্দেশেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। অন্যদিকে, ক্রীড়া মহলে ধারণা, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমেই এই অন্তর্ভুক্তি হয়েছে।
খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন রোইংয়ের উন্নয়নে কাজ করেছেন এবং পুরস্কারপ্রাপ্ত সংগঠক হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাটি ক্রীড়া প্রশাসনে জবাবদিহির অভাব ও পুরনো নেতৃত্বের প্রভাবের স্থায়িত্বের প্রশ্ন নতুন করে উত্থাপন করেছে।