Web Analytics

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ মডেল বাতিলের দাবিতে সোমবার সকাল ১১টার পর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, নিউমার্কেট ও ধানমন্ডিমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন এবং অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত সরকারি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত তাদের ঐতিহ্য, স্বকীয়তা ও শিক্ষা পরিবেশের ক্ষতি করবে। তারা আরও জানান, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত ছাড়াই নেওয়া হয়েছে। সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছে। হঠাৎ এ অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!