কর্নাটকের ম্যাঙ্গালুরুতে ঝাড়খণ্ডের মুসলিম শ্রমিক দিলজানি আনসারিকে বাংলাদেশি সন্দেহে একদল যুবক মারধর করেছে। রোববার কুলুর এলাকায় চার যুবক তার পথ আটকায়, পরিচয়পত্র দেখতে চায় এবং তাকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে। দিলজানি নিজেকে ভারতীয় দাবি করলেও তারা তা অস্বীকার করে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় এক নারী তাকে উদ্ধার করেন। আতঙ্কে তিনি থানায় অভিযোগ না করে স্থানীয় নেতাদের জানান, যারা পরে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে যে দিলজানি ভারতীয় নাগরিক এবং তিনি গত ১৫ বছর ধরে প্রতি বছর প্রায় ছয় মাস ম্যাঙ্গালুরুতে শ্রমিক হিসেবে কাজ করেন। অভিযুক্ত চারজন—সাগর, দানুশ, লালু রথিশ ও মোহন—একটি ডানপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে, তবে তারা এখনো পলাতক।
সংবাদে উল্লেখ করা হয়েছে, ভারতে বাংলাদেশি সন্দেহে মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা বিশেষ করে হিন্দুত্ববাদী রাজ্যগুলোতে ক্রমেই বাড়ছে।