Web Analytics

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, কঙ্গো অবৈধ অভিবাসী ও ফৌজদারি অপরাধকারীদের ফেরত নিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিধিনিষেধ অনুযায়ী, কঙ্গোর নাগরিকদের জন্য দ্রুত ভিসা পরিষেবা বন্ধ থাকবে এবং দেশটির ভিআইপি ও রাজনীতিকরা যুক্তরাজ্যে অগ্রাধিকারমূলক সেবা পাবেন না।

স্বরাষ্ট্র দপ্তর জানায়, এটি স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের অভিবাসন সংস্কার কর্মসূচির আওতায় প্রথম বড় পদক্ষেপ। এই কর্মসূচির লক্ষ্য হলো শরণার্থী মর্যাদাকে অস্থায়ী করা এবং বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের প্রত্যাবাসন ত্বরান্বিত করা। বিবৃতিতে আরও বলা হয়, অ্যাঙ্গোলা ও নামিবিয়া তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে, যদিও তিন দেশের কোনো পক্ষই তাৎক্ষণিক মন্তব্য করেনি।

শাবানা মাহমুদ সতর্ক করে বলেন, কঙ্গো সহযোগিতা না বাড়ালে যুক্তরাজ্য তাদের জন্য ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। তিনি অ্যাঙ্গোলা ও নামিবিয়ার সহযোগিতার প্রশংসা করেন এবং কঙ্গোকে দায়িত্বশীলভাবে নাগরিকদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!