গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বর্তমানে অবরুদ্ধ অবস্থায় আছেন এবং প্রশাসন নিষ্ক্রিয়। শহর ছাড়ার সময় গাড়িবহরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়, পুলিশ ও র্যাব ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীও হামলার মুখে পড়ে এবং গুলি ছোঁড়ে। একপর্যায়ে নেতাদের নিরাপদে পুলিশ সুপারের কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়।