৪ ফেব্রুয়ারি লালমনিরহাটের উত্তর বাংলা কলেজের বহিষ্কৃত প্রভাষককে গ্রেফতারের দাবিতে কালিগঞ্জ থানা ঘেরাও করেছে ছাত্রজনতা। প্রভাষক তামান্নার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাংচুর ও ওসিকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাবাসসুম তামান্না মুস্তাজির ঐ কলেজের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারের পদত্যাগ দাবিতে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় জনগণ ও ছাত্রদের নজরে পড়লে মানববন্ধন পণ্ড হয়ে যায়। কালিগঞ্জ থানার সামনে প্রভাষক তামান্না অনশন শুরু করেন, পরে ছাত্রজনতার দাওয়ায় থানায় আশ্রয় নেন। ছাত্র জনতার দাবি গ্রেফতার করতে হবে প্রভাষক তামান্নাকে।