ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার ও লাইফ সাপোর্টে রাখার পর পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারের প্রস্তুতিকালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের গুলিতে তিনি গুরুতর আহত হন। ঢামেকের চিকিৎসকরা জানান, তার মাথা ও কানের পাশে গুলির আঘাত রয়েছে এবং হাসপাতালে আনার পর তাকে সিপিআর দিতে হয়।
ঘটনার পর পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে বলে ডিএমপি কমিশনার জানান। নির্বাচনী প্রচারণা চলাকালে এই হামলা রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।