বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত লন্ডন সফর করেন। সফরে চুরি হওয়া বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রচেষ্টা এবং আর্থিক অন্তর্ভুক্তি ও আন্তঃসংযোগ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ কর্মশালা। গভর্নর সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের প্রধানও। যুক্তরাজ্যের সংসদ ভবনের পোর্টকুলিস হাউসে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর প্রধান অতিথি ছিলেন। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জো পাওয়েল, রূপা হক, ব্যারোনেস উদ্দিন এবং সাবেক লর্ড চ্যান্সেলর ও বিচারমন্ত্রী অ্যালেক্স চক। গভর্নর পাচার টাকা উদ্ধারে সহায়তা ও পাচারকারীদের উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে এশিয়া বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠকে তিনি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আইনী প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।