Web Analytics

বাংলাদেশের হাইকোর্ট রায় দিয়েছে যে মুসলিম পুরুষদের দ্বিতীয় বিয়ের জন্য আর স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের ওপর নির্ভর করবে, স্ত্রীর সম্মতির ওপর নয়।

এর আগে প্রচলিত ছিল যে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। আদালত রায়ে উল্লেখ করেন, মুসলিম পারিবারিক আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার ক্ষমতা আরবিট্রেশন কাউন্সিলের হাতে ন্যস্ত। ১৮৬০ সালের দণ্ডবিধিতে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের জন্য সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও ১৯৬১ সালের আইনে তা পরিবর্তন করে কাউন্সিলের অনুমতির শর্ত আরোপ করা হয়।

রিটকারীরা এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন। তাদের মতে, এই সিদ্ধান্ত বহু বিবাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ দুর্বল করতে পারে। সমাজবিজ্ঞানীরা সতর্ক করেছেন, একাধিক বিয়ের অপব্যবহার সমাজে অসাম্য ও পারিবারিক অস্থিরতা বাড়াতে পারে এবং বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!