Web Analytics

লন্ডনে ইরানি দূতাবাস থেকে জাতীয় পতাকা নামানোর ঘটনার পর তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। শনিবার লন্ডনে ইরানি দূতাবাসের বাইরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে এক বিক্ষোভকারী দূতাবাসের ব্যালকনিতে উঠে ইরানের পতাকা নামিয়ে ফেলেন। এই ঘটনার প্রতিবাদে ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যারা গণমাধ্যমের আড়ালে মিথ্যা প্রচার চালায় এবং সহিংসতা ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে বিবিসির পার্সিয়ান সার্ভিস ও ইরান ইন্টারন্যাশনালের অফিস রয়েছে, যাদের বিরুদ্ধে ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনুপ্রবেশে জড়িত আরেকজনকে খোঁজা হচ্ছে।

বিক্ষোভকারীদের অনেকেই ইরানের ক্ষমতাচ্যুত রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভির ছবি ধারণ করেন এবং তার প্রত্যাবর্তনের দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!