প্রায় চার দশকের সশস্ত্র সংগ্রামের ইতি টেনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জুলাইয়ের শুরুতে ইরাকি কুর্দিস্তানের সুলায়মানিয়ায় আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ শুরু করতে যাচ্ছে। কুর্দি গণমাধ্যম রুডাও জানিয়েছে, ৩ থেকে ১০ জুলাইয়ের মধ্যে ২০-৩০ জন পিকেকে যোদ্ধা অস্ত্র জমা দেবেন। ডিইএম পার্টির ভাইস প্রেসিডেন্ট সেজাই তেমেলি জানিয়েছেন, এই পদক্ষেপকে আঙ্কারার সঙ্গে সমঝোতার পথ তৈরির সদিচ্ছা হিসেবে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ডিইএম পার্টির প্রতিনিধি দলের বৈঠকও হতে পারে।