সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
শনিবার ঝালকাঠিতে এক সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না। বর্তমান সরকারকে অবিলম্বে নির্বাচন নিয়ে তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। জয়নুল আবেদীন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছেন, অন্যদিকে আবার সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল কিন্তু তাতেও তাদের হুশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।