বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায়। স্টেশন কর্মী ও চালকসহ ৬ জন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের আধঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে প্রায় ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।