আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর চালানো গণহত্যার মামলার শুনানি শুরু করেছে। সোমবার নেদারল্যান্ডসের হেগে শুরু হওয়া এই শুনানিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাউদা জালো বলেন, মিয়ানমার গণহত্যার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মুছে ফেলতে চেয়েছিল। পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলা দায়ের করেছিল।
জালো শুনানিতে বলেন, গাম্বিয়া একটি দুর্বল জনগোষ্ঠীর ওপর সংঘটিত নৃশংস মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন পর্যালোচনা করেছে। রোহিঙ্গারা কয়েক দশক ধরে নির্যাতন ও অমানবিক প্রচারণার শিকার হয়েছে, যার ফলে সামরিক অভিযানে তাদের অস্তিত্ব প্রায় মুছে গেছে। তিনি আরও জানান, সামরিক সরকারের অভিজ্ঞতা থেকে দায়িত্ববোধের কারণে গাম্বিয়া এই মামলা করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বিচার তিন সপ্তাহ চলবে এবং মাসের শেষ পর্যন্ত মিয়ানমারকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে। আদালত তিনটি বন্ধ অধিবেশনে রোহিঙ্গাসহ সাক্ষীদের বক্তব্য শুনবে। যদিও আইসিজে ব্যক্তিগতভাবে কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না, তবুও এর রায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে গুরুত্বপূর্ণ।